Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ নভেম্বর ২০২৩

মহাপরিচালক

মোঃ মিজানুর রহমান ৪ জানুয়ারি, ২০২৩ তারিখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে মহাপরিচালক পদে যোগদান করেন। তিনি এ পদে যোগদানের পূর্বে অতিরিক্ত সচিব হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

 

১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৯ম ব্যাচের কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবন শুরু। তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে জয়পুরহাট এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় দায়িত্ব পালন করেন।

 

তিনি সিলেট জেলার কানাইঘাট উপজেলা, পাবনা জেলার ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তাছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নেত্রকোনা, পিরোজপুর, ও সিলেট জেলায় দায়িত্ব পালন করেন।

 

তিনি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-এ উপসচিব ও যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

 

তিনি পরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক, PEDP4 হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত ছিলেন।

 

জনাব মোঃ মিজানুর রহমান মাদারীপুর শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয় থেকে S.S.C. পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য শাখায় চতুর্থ স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৫ সালে “ফিন্যান্স” বিষয়ে সম্মান ও ১৯৮৬ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি দেশের অভ্যন্তরে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার হতে ২০১২ সালে MATT-2, ২০১৫ সালে ACAD এবং ২০১৯ সালে সিনিয়র স্টাফ কোর্স (SSC) সম্পন্ন করেন।

 

দেশের বাইরে Public Service বিষয়ে Singapore, Asian Institute of Technology, Thailand, ও  The University of Alabama, USA থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন।

 

এছাড়াও তিনি জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া থেকে জনপ্রশাসন ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন করেন।