দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ জনাব মোঃ আতিকুল হক মহাপরিচালক (গ্রেড-১) পদে ৩০ জুন ২০২০ তারিখ যোগদান করেন। ইতোঃপূর্বে তিনি অতিরিক্ত সচিব হিসেবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজ কল্যাণ বিষয়ে এমএসএস ডিগ্রী অর্জন করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০ ডিসেম্বর ১৯৮৯ সালে সহকারী কমিশনার পদে রাজশাহীতে যোগদান করেন। ৩০ বছরের অধিক সময়ের দীর্ঘ চাকুরী জীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কমরত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। তিনি প্রকল্প পরিচালক হিসেবে আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পে কাজ করেন। এছাড়া যুগ্ন সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে স্বরাষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
জনাব মোঃ আতিকুল হক আইন এবং প্রশাসন, ভূমি ব্যবস্থাপনা, MAT-2 সহ বিভিন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।